অ্যাকসেসিবিলিটি লিংক

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী বলেছেন সামরিক বিদ্রোহের অবসান হয়েছে


পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী বলেছেন সামরিক বিদ্রোহের অবসান হয়েছে
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী বলেছেন সামরিক বিদ্রোহের অবসান হয়েছে

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও নিল বলেছেন এক অবসরপ্রাপ্ত সামরিক কম্যান্ডার যে অভ্যুথ্থান চালিয়েছিলো তার অবসান ঘটেছে এবং সরকার প্রতিরক্ষা কার্যালয়ের নিয়ন্ত্রন পুনরায় গ্রহন করেছে।

ইউরা সাসা এবং ৩০জন সশস্ত্র বিদ্রোহী সেনার দল দেশের শীর্ষ কম্যান্ডারকে গৃহবন্দী করে রাখে। বৃহস্পতিবার খুব ভোরে রক্তপাতহীন এই বিদ্রোহ হয়। তিনি হুমকি দেন যে সামরিক কার্যব্যবস্থা নেওয়া হবে যদি মি ওনিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাইকেল সোমারে কে পুনরায় পদে বহাল না করে।

কিন্তু প্রধানমন্ত্রী ওনিল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন সঙ্কট কেটে যায় যখন পুলিশ অন্তত ১৫ জন বিদ্রোহী সেনাকে গ্রেপ্তার করে এবং গৃহবন্দী সেনা বাহিনীর কম্যান্ডারকে মুক্ত করে।

প্রধানমন্ত্রী ওনিল বলেন কিছু আইন ভঙ্গ করা হয়েছে এবং যারা তা করেছে তাদের মোকাবেলা করা হবে।

XS
SM
MD
LG