অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে দেশের অর্থনীতির উপর ওবামার গুরুত্ব আরোপ


রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে দেশের অর্থনীতির উপর ওবামার গুরুত্ব আরোপ
রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে দেশের অর্থনীতির উপর ওবামার গুরুত্ব আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার উইসকনসিন রাজ্য সফর করছেন। তিনি গতকাল দেওয়া রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে যে আমেরিকান উদ্ভাবনের কথা বলেছেন সেটা তুলে ধরাটাই তাঁর সফরের লক্ষ্য। প্রেসিডেন্টের, কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণের মূল সুর ছিল আমেরিকান উদ্ভাবনের বিষয়টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল ক্যাপিটল ভবনে ভাষণ দেন। তিনি অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন এবং বলেন যুক্তরাষ্ট্র, অগ্রগতির জন্য প্রস্তুত।

প্রেসিডেন্ট ওবামা বলেন যে ব্যবসার জন্যে আমেরিকাকে আমাদের বিশ্বের সর্বোত্তম স্থানে পরিণত করতে হবে। আমাদের ঘাটতি এবং আমাদের সরকারের সংস্কারের জন্যে আমাদের দায়িত্ব নিতে হবে। সেই ভাবেই আমাদের জনগণের সমৃদ্ধি আসবে। এই ভাবেই আমরা ভবিষ্যৎকে জয় করবো তিনি আরও বলেন ভবিষ্যতে, নেতৃত্বও প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য অনেক সুবিধাজনক হবে।

জবাবে, রিপাবলিকানদের পক্ষে বক্তব্য রাখেন উইসকনসিন রাজ্যের কংগ্রেসম্যান পল রাইয়ান। তিনি ওবামা প্রশাসনের বিরুদ্ধে অত্যাধিক ব্যয় এর অভিযোগ করেন। তিনি উদ্ভাবন , প্রতিযোগিতা এবং ক্রেতাদের সুবুদ্ধি প্রসূত পছন্দের জন্যে আমলা তন্ত্রের ওপর নির্ভর করলে কখনই কাজ হয় না , এখন ও হবে না। আমদের নতুন দিকে হাটতে হবে ।

প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক গতরাতের ভাষণ সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নিউ ইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অন্যতম পরিচালক ড সেলিম জাহান বলেন :

XS
SM
MD
LG