অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়ে ট্র্যাজেডি সম্পর্কে ব্রিটিশ সন্ত্রাসবাদ ভাষ্যকার ক্রিস ব্ল্যাকবার্ণের বিশ্লেষণ


নরওয়ে ট্র্যাজেডি সম্পর্কে ব্রিটিশ সন্ত্রাসবাদ ভাষ্যকার ক্রিস ব্ল্যাকবার্ণের বিশ্লেষণ
নরওয়ে ট্র্যাজেডি সম্পর্কে ব্রিটিশ সন্ত্রাসবাদ ভাষ্যকার ক্রিস ব্ল্যাকবার্ণের বিশ্লেষণ

নরওয়েতে শুক্রবারের বিয়োগান্তক ঘটনার পর এ প্রশ্ন জোরালো হয়ে উঠছে যে নিজের দেশের, নিজের সমাজের জনগণের বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলা কেন? উগ্রবাদ যে ধর্ম, বর্ণ, দেশ, জাতিকে অতিক্রম করে যে কোন মানুষের জন্যে সর্বনাশ ডেকে আনতে পারে নরওয়ের ঘটনা ছিল তারই প্রমাণ। ব্রিটেনসহ ইউরোপ সতর্ক হয়েছে নিজ দেশেরই দক্ষিণপন্থি উগ্রবাদিদের সম্পর্কে। এ নিয়েই টেলিফোনে সন্ত্রাস বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ণ কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে।

তিনি বললেন যে যেহেতু গত বছর থেকে ডেভিড ক্যামেরন এবং লিবারেল ডেমক্র্যাটরা একটি অভিন্ন সরকার গঠন করেছেন, তারা সন্ত্রাস বিরোধী আইন এবং যুক্তরাজ্যের কৌশলের পুনর্মূল্যায়ন করেছেন এবং মনে হয় যে তাঁরা যেটা বুঝতে পারছেন সেটা হলো সন্ত্রাসবাদকে আরো ব্যাপক ভাবে দেখতে হবে; শুধুমাত্র ইসলামি উগ্রপন্থা হিসেবে নয়। দেখতে হবে চরম দক্ষিণপন্থিদের ও উগ্রাবাদকে। ২০০৬ সাল থেকে শ্বেতাঙ্গ আধিপাত্যবাদিদের তরফ থেকে ও অনেকগুলো ষড়যন্ত্র করা হয়েছে , বোমা বিস্ফোরণের। সুতরাং এই ক্রমবর্ধমান সমস্যার দিকে নজর দিচ্ছেন ডেভিড ক্যামরন এবং সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা। এটা যদিও নতুন কোন সমস্যা নয় কিন্তু নরওয়ের মারাত্মক হত্যাকান্ড এই উগ্র ডানপন্থিদের নিয়ে সবাইকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

XS
SM
MD
LG