অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ বেতার–টেলিভিশনের উজ্জ্বল ব্যক্তিত্ব হেনা কবির চলে গেলেন


En Chennai, India, un grupo de estudiantes forman una paloma de la paz para conmemorar el 68º aniversario de las bombas atómicas contra las ciudades japonesas de Hiroshima y Nagasaki.
En Chennai, India, un grupo de estudiantes forman una paloma de la paz para conmemorar el 68º aniversario de las bombas atómicas contra las ciudades japonesas de Hiroshima y Nagasaki.

বাংলাদেশ বেতার-টেলিভিশনের উজ্জ্বল ব্যক্তিত্ব হেনা কবির চলে গেলেন। টেলিভিশনের সেরা ব্যক্তিত্বের সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হেনা কবির ছিলেন ছোট-বড় সবার প্রিয়। আমাদের পরম শ্রদ্ধেয় অতি কাছের মানুষ হেনা আপা চলে গেলেন । ফুলের সৌরভ ছড়িয়ে গেলেন তার পরিচিতজনের মাঝে, দর্শকভক্তের মনে । ১৯৫০-এর দশকে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে শুরু করে ১৯৬৪ সালে টেলিভিশনের প্রথম উপস্থাপিকা হিসেবে সবার মন জয় করেন । পরিচয় হয়েছিল কবে জানিনা কিন্তু প্রথম দেখাতেই যেভাবে আদরে - ভালবাসায় আপন করে নিয়েছিলেন, মনে হয়নি তাকে সেই প্রথম দেখলাম । আমার সঙ্গে অনেকেই হয়তো সেই একই অনুভুতি ব্যক্ত করবেন । নাচ – গান – বেতার টেলিভিশনের উপস্থাপনা সব মিলিয়ে সাংস্কৃতিক জগতের অনন্য ব্যক্তিত্ব ছিলেন। আমরা হেনা কবিরের আত্মার মাগফেরাত কামনা করি। হেনা আপার পরিবারের সবার প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা ।

হেনা কবির স্মরণে বিশেষ এই অনুষ্ঠানে রোকেয়া হায়দারের সঙ্গে অংশ নেন সরকার কবিরউদ্দিন, শাগুফতা নাসরীন কুইন এবং যুক্তরাষ্ট্রের মেরীল্যাণ্ড রাজ্যে বসবাসকারী হেনা কবিরের ছোট বোন সঙ্গীত শিল্পী মালেকা পারভীন।

XS
SM
MD
LG