অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান: নেটো আক্রমনে ২৬জন পাকিস্তানি সেনা নিহত


পাকিস্তান: নেটো আক্রমনে ২৬জন পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তান: নেটো আক্রমনে ২৬জন পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে কর্মকর্তারা বলেছেন আফগানিস্তান থেকে নেটো হেলিকপ্টার বহর পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে দুটি সামরিক নিরাপত্তা চৌকীতে আক্রমন চালায়। হামলায় ২৬জন সেনা নিহত হয়, আহত হয় অন্তত অন্যান্য ১৪জন।

পাকিস্তান, এর প্রতিশোধে, কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত পারাপার বন্ধ করে দেয়। তাতে প্রতিবেশি দেশে নেটোর সরবরাহ বহনকারী কনভয়ের চলাচল কার্যত বন্ধ রয়েছে। শীর্ষ পাকিস্তানি অসামরিক ও সামরিক নেতৃবৃন্দ ওই ঘটনার বিষয়ে আলোচনার জন্য বৈঠকে মিলিত হচ্ছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন শনিবার সূর্যদয়ের আগে সালালায় ওই আক্রমন কোন প্ররোচনা ছাড়া বাছবিচারহীন ভাবে করা হয়। ওই গ্রামটি আফগান সীমান্তের কাছে অস্থিতিশীল মোহমান্দ উপজাতীয় এলাকায় অবস্থিত। কর্তৃপক্ষ বলেছে ওই চৌকীতে ৪০জন সৈনিক ছিল।

নেটো কর্মকর্তারা বলেছেন তারা ওই ঘটনার বিষয়ে অবগত আছেন এবং তদন্ত করে দেখছেন।

XS
SM
MD
LG