অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন: ইরানের সামরিক বাহিনী দেশের অর্থনীতিতে আরও বড় ভুমিকা রাখছে


ক্লিন্টন: ইরানের সামরিক বাহিনী দেশের অর্থনীতিতে আরও বড় ভুমিকা রাখছে
ক্লিন্টন: ইরানের সামরিক বাহিনী দেশের অর্থনীতিতে আরও বড় ভুমিকা রাখছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তিনি মনে করেন যে ইরান সরকার এক স্বৈরশাসন এবং তিনি বলেন যে, যুক্তরাষ্ট্র ইরানীদের এই আশ্বাস দিতে চায় যে, স্বাধীনতার জন্য তাদের আশা-আকাঙ্খা বৈধ।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার ভয়েস অফ আমেরিকার পার্শিয়ান নিউজ নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাতকারে এ কথা বলেন এবং সরাসরি ইরানের জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন লাইনে তার কথায় ‘তেহরানে বাস্তবসদৃশ দুতাবাস’ চালু করার আশা করছে। তিনি বলেন, আমেরিকা ইরানীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এবং ইরানী ছাত্রদের যুক্তরাষ্ট্রে এসে পড়াশোনা করতে উত্সাহ দেন। তিনি বলেন, ইরান অনলাইনে যোগাযোগ মাধ্যমের ওপর যে বৈদ্যুতিন পর্দা আবৃত করে রেখেছে, ওয়াশিংটন তা অপসারণের জন্য ইরানীদের যন্ত্রসরঞ্জাম সরবরাহের চেষ্টা করছে।

জনপ্রিয় পারাযিত অনুষ্ঠানে সাক্ষাতকারে পররাষ্ট্র মন্ত্রী বলেন, জাতিসংঘ ইরানের ওপর তার পারমানবিক কর্মসুচীর কারণে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলে সে দেশের শাসক গোষ্ঠির আচরণ পরিবর্তনে একটা প্রভাব পড়বে বলে আশা করা যায়।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজও ইরানের সঙ্গে তার পারমানবিক কর্মসুচীর বিষয়ে আলোচনার চেষ্টা করছে।

XS
SM
MD
LG