অ্যাকসেসিবিলিটি লিংক

সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশের তালিকায় শীর্ষে সোমালিয়া, বাংলাদেশ দ্বাদশ


সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশের তালিকায় শীর্ষে সোমালিয়া, বাংলাদেশ দ্বাদশ
সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশের তালিকায় শীর্ষে সোমালিয়া, বাংলাদেশ দ্বাদশ

বিশ্বের সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশের তালিকায় এখন শীর্ষে লেখা হয়েছে সোমালিয়ার নাম। এর পরেই রয়েছে তালিকায় আফগানিস্তান , বর্মা এবং ইরাক। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল তাদের বাত্সরিক সূচক প্রকাশ ক’রেছে আজ মঙ্গলবার। গ্রুপটি ব’লছে – তালিকার একেবারে নিচে নাম রয়েছে যে দেশগুলোর তারা হ’লো ডেনমার্ক , নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর । এ সূচকের জন্যে ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল ১৭৮-টি দেশকে নিয়ে পর্যালোচনা চালায় । শুন্য থেকে নিয়ে ১০-এর মানদন্ডে দেশগুলোকে বিচার করা হয় বিভিন্ন বিশেষজ্ঞ এবং ব্যবসা তত্পরতার নিরিখে । সবচেয়ে দূর্নীতিপরয়ান দেশ ব’লে বিবেচীত দেশকে শুন্য অবস্থানে রেখে মূল্যায়ন করা হয় । সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশগুলোর বেশির ভাগই পূর্ব-এশিয়া , মধ্য এশিয়া এবং আফ্রিকার অন্তর্গত ।

এদিকে আমাদের ঢাকা সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরী জানিয়েছেন – ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনালের জরীপে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দূর্নীতিপরায়ণ দেশের তালিকায় বাংলাদেশ দ্বাদশ অবস্থানে উঠে এসেছে।

XS
SM
MD
LG