অ্যাকসেসিবিলিটি লিংক

এ সপ্তার কল ইন শো: বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন


এ সপ্তার কল ইন শো: বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন
এ সপ্তার কল ইন শো: বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন

শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই অনুষ্ঠান কল ইন শো হালো ওয়াশিংটনের আজকের সংকলনে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক , ঢাকার দ্য ডেইলি সান পত্রিকার সম্পাদক ড সৈয়দ আনোয়ার হোসেন , রয়েছেন বিশিষ্ট আইনজীবি , আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং নারী ও শিশু অধিকারকর্মি সুলতানা কামাল , আরো রয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রধান , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড মিজানুর রহমান । আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ।

সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অনেকেই উদ্বিগ্ন। বুধবারের খবরেই আছে যে নোয়াখালির কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৫ জনকে হত্যা করা হয়েছে। এর দিন দশেক আগে ঢাকার কাছে আমিনবাজারে ছ জন কলেজ ছাত্রের মৃত্যু হয় , ঐ ডাকাত সন্দেহেই। তাদের অপরাধ কি ছিল সে নিয়ে বিতর্কের আগে এটা বোধ হয় দেখা দরকার যে ঘটনাটা কতটা অমানবিক। এ ধরণের ঘটনা ঘটছে , পারিবারিক কলহে , যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রীকে তার দৃষ্টি শক্তি হারাতে হয়েছে , স্বামীর নির্যাতনে , অন্যত্র এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে তারই শিক্ষক, মোবাইল ফোনে অশ্লীল ছবি প্রকাশের হুমকিতে এক মেয়ে আত্মহত্যা করেছে। এ সব ঘটনার রাজনৈতিক মাত্রা হয়ত রয়েছে , কিন্তু এগুলো সামাজিক অবক্ষয়েরই চালচিত্র।

XS
SM
MD
LG