অ্যাকসেসিবিলিটি লিংক

এক সমীক্ষায় দেখা গেছে অ্যাসপিরিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে


এক সমীক্ষায় দেখা গেছে অ্যাসপিরিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে
এক সমীক্ষায় দেখা গেছে অ্যাসপিরিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে

শুক্রবার, বৃটেনে প্রকাশিত এক চিকিত্সা গবেষণা সমীক্ষায় বলা হয়, দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করলে যাদের এই রোগের ঝুঁকি রয়েছে তাদের কোলোরেকটাল ক্যান্সারের আশংকা কম থাকে ।

ইংল্যাণ্ডের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, ৮৬১জন রোগী যারা লিন্চ সিনড্রমে ভুগছেন, ওপর তাদের নিয়ে পরীক্ষা চালান । এই শারীরিক অবস্থায় কলোন ক্যান্সার ও অন্যান্য ধরণের ক্যান্সারের ঝুঁকি থাকে ।

অনেক রোগীকে ২ বছর ধরে, প্রতিদিন ২বার ৬শো মিলগ্রাম করে এ্যাসপিরিন খাওয়ানো হয় অন্যদের যা দেওয়া হয় না ।

৫ বছর পর, গবেষকরা দেখলেন যারা নিয়মিত ২ বছর এ্যাসপিরিন খেয়েছেন তাদের মধ্যে ৬০ শতাংশের কোন ধরণের ক্যান্সার হয়নি ।

XS
SM
MD
LG