অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের সবচাইতে মারাত্মক বিমান দুর্ঘটনায় ১৫২ জন আরোহীই প্রাণ হারায়


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি যাত্রীবাহী বিমান প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয়ে পাহাড়ের গায়ে পড়ে। দেশের সবচাইতে মারাত্বক বিমান দুর্ঘটনায় বিমানের ১৫২ জন আরোহীই প্রাণ হারায়।

কর্তৃপক্ষ বলেছে এয়ার ব্লু জেট বিমানটি বুধবার দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল যখন বৃষ্টির মধ্যে সেটি অবতরণ করতে চেষ্টা করে।

উদ্ধার কর্মীর দল এবং সেনাবাহিনীর হেলিকপ্টার মার্গাল্লা পাহাড়ে ঘন বনাঞ্চলে পাঠানো হয়। কিন্তু দুর্গম পথ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধান ও উদ্ধার তত্পরতার কাজ ব্যাহত হয়।

অন্তত ৮০টি দেহ উদ্ধার করা হয়। পাকিস্তানে আমেরিকান দূতাবাস থেকে বলা হয় দুজন আমেরিকান নাগরিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এই বিমান দূর্ঘটনা , তার সম্ভাব্য কারণ ও প্রতিক্রিয়া সম্পর্কে কিছুক্ষণ আগে সহকর্মি আনিস আহমেদ টেলিফোনে কথা বলছিলেন বর্তমানে করাচীতে অবস্থিত, লন্ডন ভিত্তিক ebangladesh.org এর সম্পাদক এবং করাচীর ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টে এর , মিডিয়া ম্যানেজমেন্ট এর শিক্ষক মাশকাওয়াথ আহসানের সঙ্গে।

XS
SM
MD
LG