অ্যাকসেসিবিলিটি লিংক

উচ্চতর বৃত্তি প্রাপ্ত বাঙালী ছাত্রী আনিকা যাচ্ছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে


আনিকা তাসনিম তানপি
আনিকা তাসনিম তানপি

আনিকা তাসনিম তানপি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের Thomas S. Wotton High School কৃতিত্বের সঙ্গে থেকে হাই স্কুল গ্রাজুয়েশান সম্পন্ন করে বিশেষ উচ্চতর বৃত্তি নিয়ে এখন জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে নিউরো বিজ্ঞান বিষয়ে আন্ডার গ্রাজুয়েশানে ভর্তি হয়েছে। আনিকা বরাবরই খুব ভাল ছাত্রী ।জন্স হপকিন্সের মতো ঐ রকম একটি বিশ্বদ্যিালয়ে, বিশেষত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়টি পরিচিতি সবর্ত্র তাতে ভর্তি হবার ব্যতিক্রমি সুযোগ আনিকা পেয়েছে তার নিজ মেধার গুণে।

কেবল যে লেখাপড়ায় আনিকা তাসনিম তানপি তার কৃতিত্বের ছাপ রেখেছে তাই নয় , সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডেও আনিকা বাঙালি ছাত্রছাত্রীদের জন্যে প্রেরণার উৎস। আনিকা শিশু বয়সে এ দেশে আসা সত্বেও মোটামুটি ভাল বাংলা চর্চা করে এবং স্বেচ্ছায় বাংলাদেশি আমেরিকান শিশু- কিশোর-কিশোরিদের বাংলা শেখায় । সে নিজে সঙ্গীত চর্চা করে এবং পিয়ানো বাজিয়ে থাকে।

তার লেখাপড়া এবং আনুসঙ্গিক বিষয় নিয়ে আনিকা কথা বলেছে ভয়েস অফ অামেরিকার বাংলা বিভাগের সঙ্গে ।

XS
SM
MD
LG