অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন বন্যার জল এরপর নামতে থাকবে


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন বন্যার জল এরপর নামতে থাকবে
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন বন্যার জল এরপর নামতে থাকবে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন বন্যার পানি শীঘ্রি নেমে যাবে। ওদিকে হাজার হাজার লোক বন্যা কবলিত ব্যাংকক থেকে সরে পড়ছে।

রবিবার মিষ্টার ইংলাক শিনাওয়াত্রা তাঁর সাপ্তাহিক বেতার ভাষণে বলেন, পানি সবচেয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে; আগামী সপ্তাহে তা সরে যাবে।

ব্যাংককের বাসিন্দাদের অনেকেই বিমান বন্দর, ট্রেন ও বাস স্টেশনে ভীড় জমাচ্ছে, কেউ কেউ আবার সরকার ঘোষিত পাঁচ দিনের ছুটির সুযোগ নিয়ে গাড়ী নিয়ে দূরে চলে যাচ্ছে। অন্য অনেকে দক্ষিনে উঁচু এলাকার দিকে যাত্রা শুরু করেছে।

পেন্টাগন বলে, থাইল্যান্ড সেদেশের প্রধান বন্দরে মোতায়েনকৃত আমেরিকান ডেষ্ট্রয়ারে রাখা দুটি হেলিকপ্টার দিয়ে বন্যার পানি জরীপ করার সুবিধার্থে ডেষ্ট্রয়ারটিকে আরো কিছুদিন বন্দরে রাখার অনুরোধ জানিয়েছে।

XS
SM
MD
LG