অ্যাকসেসিবিলিটি লিংক

বসনিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি বর্ষণের ঘটনার পর ১৫ জনকে গ্রেপ্তার করা হয়


বসনিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি বর্ষণের ঘটনার পর ১৫ জনকে গ্রেপ্তার করা হয়
বসনিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি বর্ষণের ঘটনার পর ১৫ জনকে গ্রেপ্তার করা হয়

সার্বিয়ার পুলিশ জানায়, তারা শনিবার ১৫ জন সন্দেহভাজন চরম ইসলামপন্থীকে গ্রেপ্তার করেছে। এর একদিন আগে প্রতিবেশী বসনিয়ায় চরমপন্থী দলের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ আছে, এমন এক ব্যক্তি আমেরিকান দুতাবাসকে লক্ষ্য ক’রে গুলি বর্ষণ করে।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সন্দেহভাজনদের সেদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মুসলিম অধ্যুষিত তিনটি শহরে অভিযানের সময়ে আটক করা হয়। তাঁরা বলেন, ঐ অভিযানটি ইসলামের রক্ষণশীল ধারা ওয়াহাবী আন্দোলনের অনুসারীদের লক্ষ্য ক’রে পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, বসনিয়ার রাজধানী সারাইয়েভোর আমেরিকান দুতাবাসে আক্রমনকারী ব্যক্তিটি একই অঞ্চলের বাসিন্দা এবং সে ওয়াহাবী আন্দোলনের অনুসারী বলে অনেকের ধারণা।

XS
SM
MD
LG