অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কের দক্ষিণপুর্বাঞ্চলে আত্নঘাতী বোমা আক্রমনকারী হামলা চালিয়েছে


তুরষ্কের দক্ষিণপুর্বাঞ্চলে আত্নঘাতী বোমা আক্রমনকারী হামলা চালিয়েছে
তুরষ্কের দক্ষিণপুর্বাঞ্চলে আত্নঘাতী বোমা আক্রমনকারী হামলা চালিয়েছে

তুরষ্কের কর্মকর্তারা সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দী অধ্যুষিত এলাকায় বিস্ফোরণের জন্য একজন আত্মঘাতী মহিলা বোমাবাজকে দায়ী করেছেন।

ভয়েস অব আমেরিকার কুর্দী বিভাগ জানায়, সেই আক্রমনে তিন ব্যক্তি নিহত ও অন্য কুড়িজন আহত হয়েছে।

গভর্নর মুস্তাফা হাকান গুভেঞ্চের বলেন, আত্মঘাতী মহিলাটি শনিবার বিংগল শহরে ক্ষমতাশীল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সদর দপ্তরের কাছে নিজকে উড়িয়ে দেয়। তবে তুর্কী স্বরাষ্ট্রমন্ত্রী ইদ্রিস সাহিন বলেন, সে এ কে পি অফিসকে লক্ষ্য ক’রে আক্রমন চালিয়ে ছিলো কিনা , তা স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, এ পর্যন্ত কেউই ঐ আক্রমনের দায়িত্ব স্বীকার করেনি।

তুরষ্ক এ সপ্তাহে কুর্দী জঙ্গীদের বিরুদ্ধে সে দেশের অভ্যন্তরে ও উত্তর ইরাকে বিমান ও স্থল বাহিনীর সমন্বিত অভিযান চালায়।

XS
SM
MD
LG