অ্যাকসেসিবিলিটি লিংক

অধিক কার্যকর সৌরকোষ তৈরীতে সফল বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক


অধিক কার্যকর সৌরকোষ তৈরীতে সফল বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক
অধিক কার্যকর সৌরকোষ তৈরীতে সফল বাংলাদেশী-আমেরিকান অধ্যাপক

ডঃ জামাল উদ্দিন
ডঃ জামাল উদ্দিন

ডঃ জামাল উদ্দিন হলেন যুক্তরাষ্ট্রে মেরীল্যান্ডে রাজ্যের Baltimoreএ Coppin(কোপিন)State বিশ্ব বিদ্যালয়ের Natural Science বিভাগের Assistant Professor। সম্প্রতি তিনি এবং তাঁর কয়েকজন ছাত্র solar cell বা সৌর কোষ নিয়ে গবেষনা করে তা সর্ব্বোচ্চ কার্যকর করে তোলার কৃতিত্ব অর্জন করেছেন। আধুনিক যুগে এই solar cell, Night vision Goggles থেকে নিয়ে I-pod, I-phone এবং Solar panel এমনি নানাবিধ সামরিক অসামরিক কাজে ব্যবহৃত হয়।

ডঃ জামাল উদ্দিন বলেন তিনি এবং তাঁর ছাত্ররা গবেষনা করে আগের তূলনায় চার শতাংশ বেশী কার্যকর সৌর কোষ উদ্ভাবন করেছেন এবং এই কাজে অর্থ সহায়তা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের সামরিক গবেষনা বিভাগ থেকে। ডঃ জামাল উদ্দিন ঢাকা বিশ্ববদ্যিালয় থেকে M.S., জাপানে ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D. এবং যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর গবেষনা করেছেন। তাঁর সাক্ষাত্কার নিয়েছেন মাসুমা খাতুন।

XS
SM
MD
LG