অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক মনজুরুল হক জাপানের সব শেষ পরিস্থিতির মূল্যায়ন করেন


মনজুরুল হক
মনজুরুল হক

পারমানবিক সুরক্ষা কর্মকর্তারা বলছেন যে জাপানের ক্ষতিগ্রস্ত পারমানবিক স্থাপনায় নতুন যে ফাটলের সন্ধান পাওয়া গেছে সেখান থেকেই তেজস্ক্রিয় জলধারা মহাসাগরে পড়ছে বলে মনে করা হচ্ছে।

মনজুরুল হক
মনজুরুল হক

সাংবাদিক মনজুরুল হক জাপানে বসবাস করেন। তিনি সেখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে সাংবাদিক মনজুরুল হক বলেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি ঐ ফাটল ভরাবার চেষ্টায় সেখানে কংক্রিট ভরছে। আজ জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান সুনামি বিধ্বস্ত অঞ্চলে যান, সেখানে তিনি পারমানূ স্থাপনা অঞ্চলে কর্মিদের সঙ্গে দেখা করেন এবং ১১ই মার্চের ঐ ধ্বংসযজ্ঞে বাস্তুহারাদের সঙ্গে কথা বলেন।

মনজুরুল হক আরও বলেন আমেরিকান একটি তেজষ্ক্রিয় বিকিরণ নিয়ন্ত্রন টিম সেখানে গেছে। তারা এই সমস্যা সমাধানে জাপানকে সাহায্য করবে।

XS
SM
MD
LG