অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: মিশরে রাজনৈতিক আন্দোলন, ওই আঞ্চলের রাজনীতিতে তার প্রভাব


কায়রোতে সরকার বিরোধী ও সরকার পন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ।
কায়রোতে সরকার বিরোধী ও সরকার পন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ।

আজকের হ্যালো ওয়াশিংটনএর আলোচ্য বিষয় ছিল মিশরে রাজনৈতিক আন্দোলন, ওই আঞ্চলের রাজনীতিতে তার প্রভাব।

হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি ছিলেন, ডক্টর রেখা দত্ত এবং ডক্টর আলি রিয়াজ।

ডক্টর রেখা দত্ত নিউ জার্সির মনমথ বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ইন্সটিটিউট ফর গ্লোবাল আনডারস্ট্যানডিং এর পরিচালক।

ডক্টর আলি রিয়াজ ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG