অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ৯ জন নিহত, প্রতিবাদকারীদের উপর ‘পেরেক বোমা’ ব্যবহার করে নিরাপত্তা বাহিনী


সিরিয়ায় ৯ জন নিহত, প্রতিবাদকারীদের উপর ‘পেরেক বোমা’ ব্যবহার করে নিরাপত্তা বাহিনী
সিরিয়ায় ৯ জন নিহত, প্রতিবাদকারীদের উপর ‘পেরেক বোমা’ ব্যবহার করে নিরাপত্তা বাহিনী

সিরিয়ায় সক্রিয়কর্মীরা বলেছেন শুক্রবার যে প্রতিবাদকারীরা রাস্তায় বিক্ষোভ করে তাদের বিরুদ্ধে সিরিয়ান বাহিনী “পেরেক বোমা” ব্যবহার করে। এর একদিন আগে আরব লিগ শান্তি পর্যবেক্ষকরা কয়েকটি শহর যেখানে সহিংস ঘটনা ঘটেছে তা পরিদর্শন করেন।

সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দামেষ্কের উপকন্ঠে ডুমায় হাজার আআজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার জন্য বোমা ব্যবহার করা হয়। তারা বলেছে কয়েকজন প্রতিবাদকারী প্রতিশোধ নেওয়ার জন্য পাথর ছোড়ে।

সক্রিয়কর্মীরা আরও বলেন নিরাপত্তা বাহিনী দারায় ৫জন প্রতিবাদকারীকে হত্যা করেছে। ওদিকে লেবাননের সীমান্তের কাছে সরকারের অতর্কিত আক্রমনে ৪ ব্যাক্তি নিহত হয়।

বৃহস্পতিবার সরকারী সূত্রে বলা হয় আরব লিগ পর্যবেক্ষকরা দামেস্ক, হোমস, দারা এবং হামা অঞ্চলে বেশ কয়েকজন নাগরিকের সঙ্গে সাক্ষাত্ করেন।

XS
SM
MD
LG