অ্যাকসেসিবিলিটি লিংক

বাবরী মসজিদ মামলার রায় দিল ভারতের আদালত


Babri Mosque in India
Babri Mosque in India

ভারতের একটি আদালত রায় দিয়েছে, উত্তর ভারতে উগ্রবাদী হিন্দুরা যে বাবরী মসজিদ ধ্বংস করে দিয়েছিল, সেই স্থানটি হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত।

এলাহাবাদ হাইকোর্ট আজ বলেছে, অযোধ্যার বিতর্কিত স্থানটির দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ পাবে হিন্দুরা, বাকি এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করবে মুসলমানেরা।
ষোল শতকের এই মসজিদটি হিন্দু উগ্রবাদীরা ১৯৯২ সালে পুড়িয়ে দেয়। তারা দাবী করে হিন্দুদের পবিত্র স্থানের ওপর এই মসজিদ নির্মাণ করা ভুল হয়েছিল, তারা এখানে তাদের মন্দির নির্মাণ করতে চায়।
আদালত রায় দেয় যে এটি হিন্দুদের দেবতা রামচন্দ্রের জন্মস্থান। রায়ে আরো বলা হয়েছে দুটি হিন্দু গ্রুপের প্রত্যেকে এই স্থানটির এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করবে। ভারত সরকার সবাইকে শান্ত থাকার জন্যে আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে। তাদের আশংকা এ্ই রায়ের ফলে উত্তেজনা ও সহিংসতা আবার দেখা দিতে পারে।
মুসলমান এবং হিন্দু উভয় পক্ষের আইনজীবীরা বলছেন তারা ভারতের সুপ্রিম কোর্টে আপীল করবেন, ফলে ৬০ বছরের পুরনো এই বিতর্কের নিষ্পত্তি হতে আরো বহু বছর লেগে যেতে পারে।
মামলার এ রায় সম্পর্কে কলকাতার সকালবেলা পত্রিকার উপদেষ্টা সম্পাদক অসীম চক্রবর্তীর সাথে কথা বলেছেন আহসানুল হক।

XS
SM
MD
LG