অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ও ভারতে ঈদ উদযাপিত


ঢাকায় ঈদের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ঢাকায় ঈদের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বাংলাদেশে ও ভারতে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঢাকায় ঈদৈর প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে জাতীয় ঈদগাহ ময়দানে । সমাজের সর্বস্তরের শত শত মানুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করে।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের শত শত মানুষের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ প্রতিমন্ত্রীগণ, ঢাকা নগরীর মেয়র সাদেক হোসেন খোকা, সুপ্রিম কোর্টের বিচারকমণ্ডলী, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও নামাজ আদায় করেন। জহুরুল আলমের রিপোর্ট

কোলকাতার এবারকার ঊদ জামাতে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেখানে খুশির ঈদ পালিত হল চিরাচরিত ভাবেই। নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ-সহ বিভিন্ন জায়গায় সকালের প্রার্থনা দিয়েই শুরু হয়েছিল দিন। তার পরে সময় যত গড়িয়েছে, উৎসবের রং ততই গাঢ় হয়েছে। চিৎপুর, ইকবালপুর, মোমিনপুর, মেটিয়াবুরুজ, খিদিরপুর, গার্ডেনরিচ-সহ মুসলিম-অধ্যুষিত সব এলাকাতেই উদ্যাপনের ছবিটা মোটামুটি এক। কেমন একটা ছুটি-ছুটি গন্ধ, খুশিয়াল মুখের ভিড়, নতুন জামা, হইচই, কোলাকুলি, বড় হাঁড়ি ভর্তি খাবারদাবার, আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া। পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট

XS
SM
MD
LG