অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় মারাত্মক ট্রেন দুঘর্টনায় ৩৬ জন নিহত


ইন্দোনেশিয়ায় মারাত্মক ট্রেন দুঘর্টনায় ৩৬ জন নিহত
ইন্দোনেশিয়ায় মারাত্মক ট্রেন দুঘর্টনায় ৩৬ জন নিহত

ইন্দোনেশিয়ায় যে মারাত্মক ট্রেন দুঘর্টনায় ৩৬ জন নিহত এবং তিরিশ জনের ও বেশি মারাত্মক ভাবে আহত হয়েছে তার জন্যে কর্মকর্তারা কর্মিদের ভুলকেই দায়ি করছেন।

কর্মকর্তা এবং যারা প্রাণে বেঁচে গেছেন তারা বলছেন যে শনিবার ভোরে অনেকেই ঘুমিয়ে ছিলেন যখন রাজধানী জাকার্তা থেকে সুরাবায়াগামি একটি যাত্রীবাহী ট্রেন দ্বিতীয় আরেকটি ট্রেনের পেছন দিকে ধাক্কা দেয়। ঐ ট্রেনটি মধ্যাঞ্চলের জাভা প্রদেশের পেতারুকান স্টেশনে দাড়িয়ে ছিল। কাদির নামের একজন যাত্রী , যিনি প্রাণে বেঁচে গেছেন তিনি টিভিওয়ানকে বলেন যে তিনি প্রক্ষালন কক্ষ থেকে বেরিয়ে আসার পর পরই প্রচন্ড একটা শব্দ শুনতে পান এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। তিনি ছাদের পথে বেরিয়ে আসেন কারণ ছাদটি ধাক্কায় ভেঙ্গে পড়ে।

ঐ আঘাতের কারণে ট্রেনের অনেক কামরাই লাইনচ্যুত হয় এবং সেখানে ধ্বংসাবশেষ ও দেখা যায় । উদ্ধারের যন্ত্রপাতি আসবার আগেই , লাঠি , কোদান নিয়ে স্থানীয় লোকজন প্রাণে রক্ষা পাওয়া লোকজনকে সাহায্য করতে এগিয়ে যান।

কর্তৃপক্ষ বলছে যে দুটি ট্রেনের প্রত্যেকটিতে শত শত লোক ছিল ।

XS
SM
MD
LG