অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশের বিরুদ্ধে আক্রমনের হুমকি কার্যকর করলে তারা তার পাল্টা জবাব দেবে


ইরানের আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশের বিরুদ্ধে আক্রমনের হুমকি কার্যকর করলে তারা তার পাল্টা জবাব দেবে
ইরানের আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশের বিরুদ্ধে আক্রমনের হুমকি কার্যকর করলে তারা তার পাল্টা জবাব দেবে

ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি শুক্রবার সতর্ক করে দেন যে তার দেশের বিরুদ্ধে, পশ্চিমা দেশগুলো সমর্থিত তেলের উপর নিষেধাজ্ঞা এবং আক্রমনের হুমকি কার্যকর করলে তারা তার পাল্টা জবাব দেবে। বার্তা মাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেটা আশংকা করছেন যে ইসরায়েল আগামী কয়েক মাসে ইরানের বিরুদ্ধে আক্রমন চালাতে পারে।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেটা এই উদ্বেগ প্রকাশ করেছেন যে ইসরায়েল হয়ত এপ্রিলের মধ্যে ইরানের বিরুদ্ধে আক্রমন চালাতে পারে, সম্ভাব্য পারমানবিক বোমা তৈরী করায় তেহেরানের অগ্রগতি বন্ধ করার লক্ষ্যে। ইরান জোর দিয়ে বলছে তাদের পারমানবিক কার্যক্রমের লক্ষ্য শান্তিপূর্ণ।

ওই রিপোর্টে পেনেটা’র উদ্ধৃতি সরাসরি দেওয়া হয়নি। তিনি এ বিষয়ে কোন করেননি।

খামেনি শুক্রবার এক রাষ্ট্রীয় বেতার ভাষণে ওই মন্তব্য করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকীতে তিনি ওই মন্তব্য করলেন।

খামেনি বলেন ওই নিষেধাজ্ঞা পারমানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে ইরানের যে সংকল্প রয়েছে তার উপর কোন প্রভাব রাখবে না। তিনি আরও বলেন যে সব দেশ ইসরায়েলকে মোকাবেলা করবে, ইরান তাদের সমর্থন দেবে।

বহু দেশ মনে করে ইরান ইউরেনিয়াম পরিশোধন করছে পারমানবিক অস্ত্র তৈরীর লক্ষ্যে।

XS
SM
MD
LG