অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি তালবান বলছে তারা ৩০ জন কিশোরকে অপহরণ করেছে


পাকিস্তানি তালবান বলছে তারা ৩০ জন কিশোরকে অপহরণ করেছে
পাকিস্তানি তালবান বলছে তারা ৩০ জন কিশোরকে অপহরণ করেছে

৩০ জন কিশোর যারা ভুল করে প্রতিবেশি দেশ আফগানিস্তানে চলে গিয়েছিলো, পাকিস্তানি তালবান বলছে তারা তাদের আটকে রেখেছে।

শনিবার তেহেরিক ই তালেবান এর এক মুখপাত্র এহেসানুল্লাহ এহেসান বলেছেন তার গ্রুপ কিশোরদের অপহরন করেছে কারণ তারা ও তাদের পরিবার, যে উপজাতীয় দলের তারা চরমপন্থীদের বিরোধীতা করে। তিনি আরও বলেন ওই গ্রুপের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ওই কিশোরদের কি করা হবে।

পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন সন্দেহভাজন চরমপন্থীরা ৩০ জনের বেশি পাকিস্তানি কিশোরকে অপহরন করে যখন তারা ভুল করে প্রতিবেশি দেশ আফগানিস্তানে প্রবেশ করে।

শুক্রবার পাকিস্তানি কর্মকর্তারা বলেন উগ্রবাদীরা ১০ থেকে ১৮ বছর বয়সের কিশোরদের বৃহষ্পতিবার অপহরন করে যখন তারা পাকিস্তানের বাজাউর উপজাতীয় অঞ্চল থেকে আফগানিস্তানের পুর্বাঞ্চলের কুনার প্রদেশে প্রবেশ করে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত অঞ্চল আল কায়দা ও তালেবান সংশ্লিষ্ট চরমপন্থীদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল বলে পরিচিত।

XS
SM
MD
LG