অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ১০ জন নিহত, আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু


Damage in al-Khaldia neighborhood in Homs is seen during the United Nations' observers visit to the city, May 3, 2012.
Damage in al-Khaldia neighborhood in Homs is seen during the United Nations' observers visit to the city, May 3, 2012.

সক্রিয়বাদীরা বলছে, সিরিয়ায় শুক্রবার সরকারি বাহিনী অন্তত ১০ জনকে হত্যা করেছে। তারা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল।

সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যন রাইট বলছে হামার যেসব এলাকায় লড়াই হয়, সেনারা যেখানে একটি গাড়িতে গুলি চালিয়ে অন্তত ৩জনকে হত্যা করে।

ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শুক্রবার নামাজের পর, হাজার হাজার প্রতিবাদকারী রাস্তায় জমায়েত হয় এবং তারা পুনরায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগের আহ্বান জানায়।

জাতিসংঘের পর্যবেক্ষকেরা, সেখানে অত্যন্ত নাজুক অস্ত্রবিরতি থাকা সত্বেও সরকার ও বিদ্রোহীদের মধ্যকার সহিংসতা অবসানের চেষ্টা চালাচ্ছেন।

XS
SM
MD
LG