অ্যাকসেসিবিলিটি লিংক

কোফি আনান বলেছেন ১২ই এপ্রিল সিরিয়ার অস্ত্রবিরতি কার্যকর হবে


জাতিসংঘ - আরব লীগ দূত কোফি আনান বলেছেন ১২ই এপ্রিল সিরিয়ার অস্ত্রবিরতি কার্যকর হবে। কিন্তু তিনি স্বীকার করেন মতবিরোধীদের বিরুদ্ধে সরকারের সহিংস দমন অভিযান বন্ধ করার লক্ষ্যে তাদের অগ্রগতি ধীরে হচ্ছে।

এক ভাষণে তিনি সরকারের প্রতি আহ্বান জানান ৬ পয়েন্টের শান্তি পরিকল্পনা শর্ত মানার জন্য।

ওদিকে জাতিসংঘ দূত কোফি আনান এর অগ্রবর্তী শান্তিরক্ষী টিম সিরিয়ায় পৌচেছে। তারা সম্ভাব্য পর্যবেক্ষন মিশনের প্রস্তুতিতে কাজ শুরু করবে। ওই মিশন হয়ত মতবিরোধীদের বিরুদ্ধে সরকারের সহিংস দমন অভিযান বন্ধ করবে।

রয়টার সংবাদ সংস্থা বলেছে যে ওই টিম বৃহস্পতিবার দামেস্কে গিয়ে পৌছয়।তার কয়েক ঘন্টা আগে মি আনানের এক মুখপাত্র বলেন সিরিয়া অস্ত্র বিরতি পরিকল্পনার অংশ হিসেবে তিনটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করা শুরু করেছে।

আহমেদ ফাওজি সাংবাদিকদের বলেন মধ্যস্থতাকারীরা আশা করছেন ১০ই এপ্রিলের মধ্যে সহিংসতা সম্পূর্ণ ভাবে বন্ধ হবে। সিরিয়া ১০ই এপ্রিলের চুড়ান্ত সময় সীমা মানতে রাজী হয়েছে।

আহমেদ ফাওজি বলেন এই প্রতিশ্রুতি আছে আমাদের সে বিষয়ে কোন সন্দেহ নেই। তারা ৬ পয়েন্ট পরিকল্পনা বিষয় সম্মত হয়েছে। তারা ১০ই এপ্রিলের চুড়ান্ত সময় সীমা মানতে রাজী হয়েছে।

ইতোমধ্যে মানবাধিকার কর্মীরা বলেছেন দামেস্কের উপকন্ঠে ডুমায় বৃহস্পতিবার প্রচন্ড গোলাবর্ষণের শব্দ শোনা যায়।

XS
SM
MD
LG