অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের সংসদীয় প্যানেল: ফুকুশিমা পারমানবিক বিপর্যয় ছিল মানবসৃষ্ট


Kiyoshi Kurokawa, left, chairman of the Fukushima Nuclear Accident Independent Investigation Commission, speaks to lawmakers before handing over its final report to Lower House Chairman Takahiro Yokomichi, third from right, at Parliament in Tokyo Thursday
Kiyoshi Kurokawa, left, chairman of the Fukushima Nuclear Accident Independent Investigation Commission, speaks to lawmakers before handing over its final report to Lower House Chairman Takahiro Yokomichi, third from right, at Parliament in Tokyo Thursday

জাপানের এক সংসদীয় প্যানেল বলেছে যে গত বছরের ফুকুশিমা পারমানবিক বিপর্যয় ছিল মানবসৃষ্ট। ওদিকে সংকটের পর এই প্রথম কর্তৃপক্ষ ঘোষণা করে যে বিতর্কিত পারমানবিক বিদ্যুৎ শক্তি পুনরায় ব্যবহার করা হবে।

৬ মাস তদন্তের পর রিপোর্টে, সরকার এবং পারমানবিক বিদ্যুৎ স্থাপনার পরিচালক টোকিও ইলেকট্রিক পাওয়ার কম্পানিকে দোষারোপ করা হয় ১৯৮৬ সালের পর সবচাইতে মারাত্মক পারমানবিক দুর্ঘটনা প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায়।

পুর্ব ইউরোপে ইউকরেইনে ১৯৮৬ সালে চেরনবিল পারমানবিক দুর্ঘটনা ঘটে।

XS
SM
MD
LG