অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ৩০ সদস্য প্রাণ হারায়


আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ৩০ সদস্য প্রাণ হারায়
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ৩০ সদস্য প্রাণ হারায়

বিদ্রোহীরা আফগানিস্তানের পুর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। ৩০ জন আমেরিকান এবং ৭ জন আফগান কম্যান্ডো নিহত হন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ২৫ জন আমেরিকান ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য। এদের মধ্যে ২২ জন ছিলেন নৌবাহিনীর সিল।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্মকর্তারা বলেন ওয়ার্ডাক প্রদেশে বিধ্বস্তের ঘটনা হচ্ছে প্রায় দশ বছর আগে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জতিক বাহিনীর একক কোন ঘটনা যেখানে সবচাইতে বেশি লোক মারা গেছে।

তালেবান দাবী করেছে তারা রকেট হামলা চালিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত করে যখন সেটি একটি বাড়ির উপর আক্রমন চালায়। ওই বাড়িতে বিদ্রোহীরা সমবেত হয়েছিল। ৮ জন চরমপন্থী নিহত হয়।

XS
SM
MD
LG