অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি প্রেসিডেন্ট চিকিৎসার জন্যে দুবাইয়ে আছেন


Pakistan's President Asif Ali Zardari is seen during a meeting with his Turkish counterpart Abdullah Gul (not pictured) in Istanbul November 1, 2011. Turkey hopes talks it is hosting between the presidents of Pakistan and Afghanistan in Istanbul on Tuesda
Pakistan's President Asif Ali Zardari is seen during a meeting with his Turkish counterpart Abdullah Gul (not pictured) in Istanbul November 1, 2011. Turkey hopes talks it is hosting between the presidents of Pakistan and Afghanistan in Istanbul on Tuesda

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হৃৎপিন্ডের চিকিৎসার জন্যে দুবাইয়ে গেছেন তবে গুজব হচেছ যে তিনি পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র বুধবার বলেন যে তিনি পুর্ব পরিকল্পনা মতো স্বাস্থ্য পরীক্ষা করাতে গেছেন এবং তার পদত্যাগের খবর অসত্য ও কাল্পনিক।

প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দপ্তর বলছে যে প্রেসিডেন্ট জারদারি, চিকিৎসার জন্যে দুবাই হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন।

কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলো বলছে যে পাকিস্তানি প্রেসিডেন্ট মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অনুমান করা হচেছ যে মিঃ জারদারি শিগগিরই পাকিস্তানে ফিরে যাবেন।

প্রেসিডেন্ট স্মরাক লিপি সংক্রান্ত কেলেঙ্কারীর কারণে চাপের মুখে রয়েছেন যার ফলে গত মাসে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হোসেন হাক্কানি পদত্যাগ করেন্ ।

XS
SM
MD
LG