অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে হামলার পর কারজাই ব্রিটেন সফর বাতিল করলেন


A
A

আফগানিস্তানে জোড়া বোমার আক্রমণে ৫৯ জন প্রাণ হারানোর পর প্রেসিডেন্ট হামিদ কারজাই ব্রিটেনে তার সফর বাতিল করে জার্মানিতে আফগানিস্তান বিষয়ক সম্মেলন শেষে সরাসরি স্বদেশে ফিরে গেছেন।

মি কারজাই বুধবার কাবুলে এসে ঐ বিস্ফোরণে আহত ১৬০ জনের মধ্যে কয়েকজনকে দেখতে যান। শোকার্থীরা কাবুলে নিহতদের সমাহিত করে, যেখানে মঙ্গলবার অন্তত একজন আত্মঘাতী বোমাবাজ বিস্ফোরণ ঘটিয়ে একজন আমেরিকানসহ ৫৫ জনকে হত্যা করে। বিস্ফোরণটি আবুল ফাজাল মাজারের সামনে ঘটে যেখানে আশুরা পালনের লক্ষে শিয়ারা সমবেত হয়। দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে উত্তরের মাজারে শরীফ এ চারজন নিহত হয়।

নতুন এক হামলায় আজ বুধবার , কর্মকর্তারা বলছেন যে হেলমান্দ প্রদেশে রাস্তায় পাতা বোমা একটি বাসে আঘাত করলে ১৯ জন অসামরিক লোক প্রাণ হারায়। নিহতদের মধ্যে পাঁচজন শিশু ও ছিল।



XS
SM
MD
LG