অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানী ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ


রবিবার ইংল্যান্ড সফরকারি পাকিস্তান ক্রিকেট দল এক ইনিংস্ ও ২২৫ রানে ইংল্যান্ডের কাছে হেরে গেছে, ওদিকে ম্যাচ আগে থেকেই ফিক্স করা হয়েছিল বলে আজ পাকিসতানী ক্রিকেট টীমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃটিশ পুলিশ, লন্ডন ভিত্তিক স্পোর্টস এজেন্ট মাযহার মাজিদকে খেলায় বাজি ধরায় দুর্নীতি করার সন্দেহে গ্রেফতার করেছে।

বৃটিশ সংবাদপত্র News of the World রিপোর্ট করে যে তাদের সাংবাদিকেরা জুয়াখেলার কার্টেলের প্রতিনিধি সেজে মজিদকে খেলা ফিক্স করার জন্যে অর্থ দিয়েছে তার ভিডিও করা আছে তাদের কাছে। এর পর মজিদকে গ্রেফতার করা হয়।

ঐ পত্রিকায় বলা হয়েছে, ইংল্যান্ড পাকিস্তানের মধ্যে খেলায় নির্দিষ্ট সময় স্পষ্টভাবে নো- বল করাবার জন্যে মজিদকে ২ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয় । রেকর্ডে দেখা গেছে ঠিক সেটাই ঘটেছে যখন দুজন বোলার মোহাম্মদ আমীর এবং মোহাম্মদ আসিফ বৃহ্স্পতিবার এবং শুক্রবার ইংল্যান্ডএর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তিনবার নো-বল করেছে।

শনিবার পুলিশ পাকিসতানী যে সব খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করেছে তার মধ্যে আছেন আমীর, আসিফ এবং টীমের ক্যাপটেইন সালমান বাট। খেলোয়াড়েরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন।

আজ খেলার চতুর্থ দিনে খেলায় ইংল্যান্ড চারটি টেস্টের সিরিজে তিনটিতে জয়ী হয়ে সিরিজ জিতে নিল।

লন্ডনের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মানব মজুমদার ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে এ সম্পর্কে মন্তব্য করেন।

XS
SM
MD
LG