অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে প্রেসিডেন্টের ভাষণের পর প্রতিদ্বন্দ্বী দল সমাবেশ করে


ইয়েমেনে প্রেসিডেন্টের ভাষণের পর প্রতিদ্বন্দ্বী দল সমাবেশ করে
ইয়েমেনে প্রেসিডেন্টের ভাষণের পর প্রতিদ্বন্দ্বী দল সমাবেশ করে

ইয়েমনী প্রেসিডেন্ট আলী আবদুল্লা সালেহ্ তার জখমের জন্য সৌদি আরবে চিকিত্সার জন্য যাওয়ার পর, গতকাল প্রথম টেলিভিশনে রেকর্ড করা এবং বার্তা পাঠানোর পর, আজ শুক্রবার ইয়েমেনে হাজার হাজার মানুষ সমাবেশে মিলিত হয় ।

ইয়েমনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে বলা হয়, কয়েকটি শহরে সরকার সমর্থিত সমাবেশও অনুষ্ঠিত হয়, ওদিকে পশ্চিমী বার্তা মাধ্যম বলছে, সরকার বিরোধীরাও বিক্ষোভের আয়োজন করে ।

ইয়েমেনে এক রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে – বিরোধীরা জনাব সালের আশু পদত্যাগের দাবী করছে, অপর দিকে জনাব সালের দায়িত্ব ত্যাগের কোন আভাষই পাওয়া যাচ্ছে না। তিনি জানান সৌদি আরবের হাসপাতালে তার ৫বার অপারেশন করা হয়েছে ।

তার চেহারার অনেক পরিবর্তন হয়েছে। বোমা হামলায় তার মুখ পুড়ে গেছে হাতে ব্যাণ্ডেজ বাঁধা।

XS
SM
MD
LG