অ্যাকসেসিবিলিটি লিংক

৯/১১ ‘র দশকপূর্তিতে : জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে প্রতিজ্ঞ আমেরিকানরা


৯/১১ ‘র দশকপূর্তিতে : জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে প্রতিজ্ঞ আমেরিকানরা
৯/১১ ‘র দশকপূর্তিতে : জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে প্রতিজ্ঞ আমেরিকানরা

এখন যুক্তরাষ্ট্রে মানুষের মনমানসিকতা খুব একটা আশাবাদী নয় বলা চলে কিছুটা নৈরাশ্যব্যঞ্জকই আর সেটা বহূলাংশেই দেশের অর্থনীতির অবস্থার কারনে । টাইম ম্যাগাজিনের পরিচালিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গিয়েছে আমেরিকার মানুষ এক দশক আগে যুক্তরাষ্ট্রকে যে ভাবে, যে দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন , এখনকার দৃষ্টি সে তুলনায় অনেকখানিই নেতিবাচক । এই হালেই গ্যালপ পোলের এক সমীক্ষায় বলা হয়েছে – সমীক্ষাধীনদের ৮৮ শতাংশই দেশ কোন পথে চলেছে সে প্রশ্নে খুবই অসন্তুষ্ট । তবে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম ম্যালৌন তাঁর এক প্রতিবেদনে বলছেন – এসব কিছু সত্বেও আমেরিকায় এখনো এমন কিছু লোক আছেন যাঁরা কিনা জাতীয় সংহতির ঝান্ডা সামনের পানে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী । ইতিমধ্যে গোটা জাতিই এখন নাইন ইলেভেনের মর্মান্তিক সে ঘটনার স্মরনে দিনটি পালনের প্রস্তুতিতে ব্যাপৃত হ’য়েছে, দিনটির কথা স্মরণ ক’রছে বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ।

XS
SM
MD
LG