অ্যাকসেসিবিলিটি লিংক

‘কিওটো প্রটোকলের বিষয়াবলী বাস্তবায়নই হচ্ছে এই সম্মেলনের মুল লক্ষ্য’, বললেন বাপার সেক্রেটারী জেনারেল ডঃ আবদুল মতিন


NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.
NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.

আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আবহাওয়া সম্মেলনে । সম্মেলনে অংশ গ্রহণ করছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেনারেল সেক্রেটারী ডঃ আবদুল মতিন। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে টেলিফোনে তিনি সম্মেলনের আলোচনা সম্পর্কে বিস্তারিত জানান।

ডঃ আবদুল মতিন বলেন, ‘ডারবান সম্মেলন জাতিসংঘ সম্মেলন, সারা বিশ্বের সকল দেশেরই সম্মেলন। ক্লাইমেট চেঞ্জ বিষয়টি অত্যন্ত জটিল, এটি একটি বিজ্ঞানভিত্তিক সমস্যা। এবং সমগ্র পৃথিবী আমরা হুমকীর সম্মুখীন। বিশেষ করে গরীব ও বিকাশমুখী দেশগুলো আরও বিপদের সম্মুখীন হয়ে পড়ছে। সেই ১৯৯৭ সালে কিওটো যখন সই হলো, তারপর থেকে তার ভিত্তিতে আলোচনা হচ্ছে এবং এই প্রটোকলের সমস্ত বিষয়গুলি বাস্তবায়নই হচ্ছে আমাদের এই সম্মেলনের মুল উদ্দেশ্য’।

তার সাক্ষাত্কার নিয়েছেন রোকেয়া হায়দার

XS
SM
MD
LG