অ্যাকসেসিবিলিটি লিংক

লরা বুশ: সেই ঘটনার যে মর্মান্তিক রুপ সেটাই আমার মনে রেখাপাত করে


লরা বুশ: সেই ঘটনার যে মর্মান্তিক রুপ সেটাই আমার মনে রেখাপাত করে
লরা বুশ: সেই ঘটনার যে মর্মান্তিক রুপ সেটাই আমার মনে রেখাপাত করে

ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাতকারে প্রাক্তন ফার্স্ট লেডী লরা বুশ নাইন ইলেভেনের খবর পেয়ে তার মনে যে আতংক দেখা দিয়েছিল সেই অনুভুতি ব্যক্ত করেন।

প্রাক্তন ফার্স্ট লেডী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওপর ১১ই সেপ্টেম্বরের হামলার কথা তাকে প্রথম জানানো হয়, যখন তিনি হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্র ক্যাপিটলের দিকে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন। তারপর তিনি, গোটা বিশ্বের লক্ষ কোটি মানুষের মত, টেলিভিশনের পর্দায় ওই হামলার ছবি দেখেন । মিসেস বুশ বলেন,

‘সেই ঘটনার যে মর্মান্তিক রুপ সেটাই আমার মনে রেখাপাত করে’। তিনি বলেন, ‘যারা সেই সুন্দর একটি দিনে কাজে গিয়েছিলেন। দিনটি ছিল – চমত্কার, মেঘমুক্ত, সুন্দর নীল আকাশের দিন। সেই সুন্দর দিনটির একটা বিশেষ রূপ ছিল। আর তারপর দারুণ মর্মান্তিক ঘটনা ঘটে গেল’।

প্রাক্তন ফার্স্ট লেডী বলেন, তার মনের মধ্যে তখন সেই ঘটনা কি প্রভাব ফেলে – ‘প্রতিটি পরিবার একে একে যখন জানতে পারলো – কারও স্বামী অথবা স্ত্রী অথবা তাদের সন্তান অথবা মা কিম্বা বাবা সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে অথবা পেন্টাগনে ছিলেন, তখন কি ভয়াবহ তাদের মনের অবস্থা ছিল’।

নাইন ইলেভেনের দশম বার্ষিকীতে লরা বুশের সাক্ষাতকার নিয়েছেন টেক্সাসে আফগান বিভাগের শায়েস্তা সাদাত।

XS
SM
MD
LG