অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডার ছোট্ট এক গীর্জার প্রধান ইসলামী উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১ই সেপ্টেম্বর পবিত্র কোরান পোড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন


ফ্লোরিডার ছোট্ট এক গীর্জার প্রধান ইসলামী উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১ই সেপ্টেম্বর পবিত্র কোরান পোড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন
ফ্লোরিডার ছোট্ট এক গীর্জার প্রধান ইসলামী উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১ই সেপ্টেম্বর পবিত্র কোরান পোড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন

গত কয়েক সপ্তাহ যাবত ফ্লোরিডার গেনসভিল ডাভ ওয়ার্ল্ড আউটরীচ সেন্টার থেকে এক বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করা হচ্ছে ইন্টারন্যাশনাল বার্ণ এ কোরান ডে। কোরান শরীফ পোড়ানো দিবস। সেখানে ছোট্ট ওই গীর্জাটি ১১ই সেপ্টেম্বর – ২০০১ সালে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই এই দিনটি বেছে নিয়েছে ।

ওই গীর্জার প্রধান যাজক টেরী জোনস বলেন, কোরান শরীফ পোড়ানোর মধ্যে দিয়ে আল কায়দার মত হিংসাত্মক ইসলামী উগ্রবাদী – যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই হামলা চালায়, তাদের কাছে একটা বার্তা পৌঁছুনো যাবে ।

টেরী জোনস বলেন, ‘আমাদের এই কোরান পোড়ানোর লক্ষ্য হচ্ছে – কিছু একটা ভুল সংঘটিত হচ্ছে, তার প্রতি মনোযোগ আকর্ষণ করা । সম্ভবতঃ এখনই আমাদের জন্য রুখে দাঁড়াবার সময় এসেছে। সন্ত্রাসবাদের মোকাবেলা করার সময় এসেছে’ ।

ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন বলেছেন – এই পরিকল্পিত ঘটনা- যুক্তরাষ্ট্রে ধর্মীয় সহনশীলতার যে দীর্ঘকালের ইতিহাস রযেছে – তার পরিপন্থী । এর ফলে আমেরিকায় যে মুসলমানরা রয়েছেন এবং বিদেশে মুসলিমদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে একটা ভুল বার্তা তুলে ধরা হবে ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্লোরিডার গেনসভিলে এক যাজক যার গীর্জায় ৫০ জনেরও বেশী লোক নেই, তিনি এইধরণের – নিন্দনীয়, হতাশাজনক, পরিকল্পনা করতে পারেন এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তবে বর্তমানে আমরা এমনই এক পৃথিবীতে বাস করছি। অর্থাত্ এই ঘটনা আমেরিকা বা আমেরিকার জনগন অথবা আমেরিকান সরকারের কিম্বা আমেরিকার ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবর্গের দৃষ্টিভঙ্গী প্রতিফলিত করে না’ ।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকরতারাও এই পরিকল্পনার নিন্দা করেছেন। জাতিসংঘ মহাসচীব বান কি মুনের একজন মুখপাত্র ফারহান হক বলেছেন, মিঃ মুন এই পরিকল্পিত ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ।

ভ্যাটিকান থেকেও উদ্বেগ প্রকাশ হয়েছে। ভ্যাটিকান থেকে বলা হয় – এটা অত্যন্ত জঘন্য, গভীর উদ্বেগজনক বিষয় । ভ্যাটিকানের মুখপাত্র ফেদেরিকো লোমবার্ডি বলেছেন, ২০০১ সালের সন্ত্রাসী হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশের জন্য - ইসলামের পবিত্র গ্রণ্থ পোড়ানো সঠিক ব্যবস্থা নয়।

আর শনিবার গোটা আমেরিকা জুড়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিশেষ কিছু কর্মসূচী গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে পবিত্র কোরান পাঠ ।

XS
SM
MD
LG