অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে যুক্তরাষ্ট্র, সৌদী আরব, তুরস্ক ও কাতার দায়ী: আসাদ


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ৬ বছরের সিরিয়া যুদ্ধের ভিবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এ যুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে যুক্তরাষ্ট্র, সৌদী আরব, তুরস্ক ও কাতার দায়ী।

বাশার আল আসাদ বলেন সিরিয়ায় বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠী বহি:শক্তির মদদে সরকার পতনের চেষ্টায় সংঘাত অবস্থা জিইয়ে রেখেছে। তিনি বলেন গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শরনার্থী হচ্ছে।

সোমবার আলেপ্পোর কাছে মানবিক সাহায্য দলের ওপর সিরিয়ান-রাশিয়ান বিমান হামলার অভিযোগ অস্বীকার করেন আসাদ। ওই হামলায় ২০ জন নিহত হন।

দামাস্কাসের প্রাসাদে এ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেন আমেরিকা যা বলে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তা মিথ্যা।

তিনি বলেন সম্প্রতি হওয়া অস্ত্র বিরতি চুক্তি নস্যাতের জন্য যুক্তরাষ্ট্র দায়ি। তিনি বলেন জঙ্গীদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে লড়তে যুক্তরাষ্ট্রের কোনো সদিচ্ছা নেই।

XS
SM
MD
LG