অ্যাকসেসিবিলিটি লিংক

আশিয়ান সম্মেলনে দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন নিয়ে আলোচনা


Malaysia ASEAN Summit
Malaysia ASEAN Summit

সোমবার কুয়ালালামপুরে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলোর সংগঠন আশিয়ানের সম্মেলন শুরু হয়েছে। এই দুদিনের সম্মেলনে প্রাধান্য পাবে, বেইজিং-এর দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণের উদ্যোগ।

মালায়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্মেলনের উদ্বোধনী ভাষণে, অন্য ৯ আশীয়ান নেতাদের, ঐ অঞ্চলে চীনের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের জন্যে শান্তিপূর্ণ ভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন।

মিঃ নাজিব, আশিয়ানের লক্ষ্য, ঐ অঞ্চলে একটি একক আঞ্চলিক সম্প্রদায় তৈরির ওপর আলোকপাত করেন। দলটি এ বছরের শেষ নাগাদ তার একটি রূপরেখা তৈরি করবে।

ফিলিপিন্স, ভিয়েতনাম, মালায়শিয়া, ব্রুনেই এবং তাইওয়ানের দাবী আছে এরকম জলসীমার ভেতর অবস্থিত দ্বীপগুলোতে দখল নিয়ে চীন বিমান ওঠানামার উপযোগী এবং অন্যান্য অবকাঠামো তৈরি করছে। ঐ এলাকাটি খনিজ সম্পদের দিক থেকেও সমৃদ্ধ।

XS
SM
MD
LG