অ্যাকসেসিবিলিটি লিংক

থাই জেনারেল মানব পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন


Thai Army Lieutenant General Manas Kongpan, center, is surrounded by police officers as he turns himself in at the police headquarters in Bangkok, June 3, 2015.
Thai Army Lieutenant General Manas Kongpan, center, is surrounded by police officers as he turns himself in at the police headquarters in Bangkok, June 3, 2015.

এক শীর্ষ থাই সামরিক অফিসার এই অভিযোগ অস্বীকার করেছেন যে তিনি এক ব্যাপক মানবাপাচার চক্রে সংশ্লিষ্ট ছিলেন। ওই চক্রই দক্ষিণপূর্ব এশিয়ায় মারাত্মক অভিবাসী সঙ্কট সৃষ্টিতে সাহায্য করেছে।

লেফ্টেন্যান্ট জেনেরাল মানস কংপান বুধবার ব্যাংককে আত্মসমর্পন করেছেন। তিনি কোন বিবৃতি দেননি। কিন্তু কর্মকর্তারা পরে বলেন তিনি ওই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছেন।

থাই জাতীয় পুলিশ প্রধান সমইয়ট পুমপানমুং বলেছেন “তিনি শুধু এটাই নিশ্চিত করেন যে তিনি মানব পাচারে সংশ্লিষ্ট ছিলেন না। তিনি অভিযোগ অস্বীকার করছেন কিন্তু তদন্তকারীরা খুটিনাটি খতিয়ে দেখবেন।”

তিনি হচ্ছেন সেনা বাহিনীর সব চাইতে শীর্ষ কর্মকর্তা যিনি থাই সরকারের মানবপাচার নেটওয়ার্কের বিরুদ্ধে দমন অভিযানে সংশ্লিষ্ট হলেন।

XS
SM
MD
LG