অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জনের প্রাণহানি


উত্তর পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জনের প্রাণহানি
উত্তর পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জনের প্রাণহানি

পাকিস্তানে পুলিশ বলছে যে আজ একটি আত্মঘাতী বোমা আক্রমনে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই।

বাজাউর জেলায় বিশ্বখাদ্য কর্মসূচির একটি বিতরণ কেন্দ্রে এই আক্রমণের ঘটনাটি ঘটলো। এই কেন্দ্রটিতে সংঘাতে বাস্তচ্যুতদের সাহায্য দেওয়া হচ্ছিল। পাকিস্তানে বিশ্ব খাদ্যকর্মসূচির একজন মুখপাত্র আমজাদ জামাল বলেন যে তার সংগঠনের কোন সদস্য আহত হননি। তিনি আরও বলেন এই জায়গাটি হচ্ছে একটি খাদ্য বিতরণ কেন্দ্র যেটি আমরা এই সংঘাতে বাস্তুচ্যুতদের জন্যে সম্প্রতি প্রতিষ্ঠা করেছি । ঐ হামলার সময়ে দু শো থেকে তিন শ জন উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলছেন যে বোমাবাজটি বোরকা পরেছিল কিন্তু এই আক্রমণকারী মহিলা ছিল না কি ছদ্মবেশি পুরুষ সে নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।

এ দিকে সরকারী কর্মকর্তারা আজ বলেছেন যে উপজাতীয় মোহমান্দ অঞ্চলে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান হামলায় ৪০ জন জঙ্গি নিহত হয়। ঐ এলাকাটি আফগান সীমান্তের কাছাকাছি এবং যুক্তরাস্ট্রের কর্মকর্তারা বলছেন যে সেটি তালিবান ও আল ক্বায়দা জঙ্গিদের অভয় স্থল। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র মেজর জেনারেল আথার আব্বাস ভয়েস অফ আমেরিকাকে বলেন,

তিনি বলেন যে জঙ্গিরা পাতিস্তানের অভ্যন্তরে আক্রমণ চালানোর জন্যে ঐ সব ঘাটিঁ ব্যবহার করে থাকে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG