অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার সঙ্কট মধ্যস্থতায় আফ্রিকি নেতারা


লিবিয়ার সঙ্কট মধ্যস্থতায় আফ্রিকি নেতারা
লিবিয়ার সঙ্কট মধ্যস্থতায় আফ্রিকি নেতারা

আফ্রিকী ইউনিয়নের নেতারা লিবিয়ায় যাচ্ছেন দীর্ঘ কালের নেতা মুয়াম্মর গাদ্দাফি ও বিদ্রোহী যারা তার পতন ঘটাতে চেষ্টা করছে তাদের মধ্যে যে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে তা অবসানের লক্ষ্যে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকাব জুমা রবিবার রাজধানী ত্রিপোলিতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে যোগ দেবেন মৌরিটানিয়া, মালি এবং কংগোরপ্রেসিডেন্টরা। বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য বেনগাজিতে যাওয়ার আগে তারা মি গাদ্দাফির সঙ্গে আলোচনার জন্য সাক্ষাত্ করবেন।

লিবিয়ায় দুটি এলাকায় প্রচন্ড লড়াই হচ্ছে।

গাদ্দাফি পন্থী বাহিনী রবিবার পুর্বাঞ্চলের আজদাবিয়া শহরে গোলা বর্ষণ অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা গোলা গুলির শব্দ শুনতে পেয়েছে এবং ধুয়োঁর কুন্ডলি ঊঠতে দেখেছে। শনিবার সেখানে লড়াইয়ে অন্তত ১১ জন নিহত হয়।

XS
SM
MD
LG