অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপীয়ায় অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন


ইথিওপীয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগের সন্ধ্যায় বুরুন্ডি আবারোজানিয়েছে যে তারা এইউ শান্তিরক্ষী বাহিনীকে সে দেশে গ্রহণ করবে না।
বৃহস্পতিবার বুরুন্ডির প্রধান বিরোধী কোয়ালিশন কেনারেড আফ্রিকী ইউনিয়ন এবং আন্তর্জাতিক সমাজের কাছেশান্তিরক্ষী বাহিনী পাঠানোরঅনুরোধ জানায়। কেনারেড দলের নেতা লীওনার্ড নায়ানগোমা বলেনআন্তর্জাতিকসমাজ যদি বুরুন্ডির জনগণকে সমর্থন দিতে ব্যর্থ হয় তবে সশস্ত্র বিদ্রোহী দল মাথা চাড়া দেবে --- যাকে তিনি প্রেসিন্ডেন্ট পিয়ারএনকুরুনজিজার আগ্রাসন বলে মন্তব্য করেন।
তবে বুরুন্ডির পররাষ্ট্র মন্ত্রী আলাইননাইমিতইউ বলেন একটি দেশের অনুমোদন ছাড়াএইউ কোন সদস্য রাষ্ট্রে সেনা বাহিনী পাঠাতে পারে না।

ওদিকে কর্তৃপক্ষ জানিয়েছে যে বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় দুজন বিদেশী সংবাদিকে গ্রেপ্তার করা হয়েছে । বৃটিশ আলোকচিত্রী ফিল মোর এবং অন্য জন ফরাসী খবরের কাগজ লা মোনডে-র প্রধান জেন ফিলিপে রেমি।

XS
SM
MD
LG