অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসন নীতিমালা নিয়ে হিলারী-ট্রাম্পের পরিকল্পনা ভিন্ন


যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা নিয়ে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ভিন্ন পরিকল্পনা রয়েছে। এমনকি প্রস্তাবগুলোর মধ্যে কোন কোনটি একেবারে বিপরিত।

তাদের প্রচারণা অঙ্গীকারের মধ্যে রয়েছে, নতুন আইন প্রণয়ন এবং সম্ভবত যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিবর্তন।

ট্রাম্প বুধবার আরিজোনায় এ বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ন প্রশ্ন হচ্ছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে যে আনুমানিক এক কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন, তাদের বিষয়ে কি করা হবে?

হিলারী ক্লিনটন বলেছেন, তাঁর প্রথম অগ্রাধিকার পাওয়া বিষয়ের একটি হচ্ছে অভিবাসন আইনের সংস্থার, যাতে পূর্ন নাগরিকত্বের পথ সৃষ্টি হতে পারে। যা ট্রাম্প সমর্থন করেন না।

আর ট্রাম্পের অগ্রাধিকারের মধ্যে রয়েছে, কাগজপত্র না থাকা অভিবাসী, যারা অপরাধ করেছেন তাদের স্বদেশে ফেরত পাঠানো।

XS
SM
MD
LG