অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেস অং সাং সু চিকে সম্মানে ভুষীত করছে



আমেরিকায় বার্মার গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চির মইল ফলক সফরে আজ যুক্তরাষ্ট্র কংগ্রেসে তাঁকে আমেরিকার সর্বোচ্চ বেসরকারী পদকে ভুষীত করা হবে।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আনুষ্টানিক ভাবে নোবেল বিজয়ী এই নেত্রীকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হবে।

২০০৮ সালে গৃহ বন্দী অবস্থায় থাকার সময় তাকে এই পুরষ্কার দেওয়া হয়।
মংগলবার তিনি পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের সংগে সাক্ষাত করেন।

গতকাল, ভয়েস অব আমেরিকারকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন তার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ খুব সহজতর নয় যতক্ষণ পর্যন্ত সামরক শাসক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন না দিচ্ছে

ওদিকে বার্মার নেতারা যে রাজবন্দীদের মুক্তি দিয়েছে সে সম্পর্কে সক্রিয় কর্মী এবং অধিকার দল সন্তোষ প্রকাশ করে বলেছে যে সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখনো শতশত বন্দীকে আটক রাখা হয়েছে।

তবে বার্মার সরকার বলছে এই সপ্তাহে ৫১৪ জন বন্দীকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে।
XS
SM
MD
LG