অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ায় নির্বাচনের চুড়ান্ত ফলাফল জানতে সময় লাগবে


Australian Prime Minister Malcolm Turnbull casts his vote for the general election at the Double Bay Public School in Sydney, Australia, July 2, 2016.
Australian Prime Minister Malcolm Turnbull casts his vote for the general election at the Double Bay Public School in Sydney, Australia, July 2, 2016.

কোন দল অস্ট্রেলিয়ার পরবর্তী সরকার নিয়ন্ত্রণ করবে, তা জানার জন্য সে দেশের জনগনকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে ভোটে পার্থক্য খুব কম।

নির্বাচন কমিশন বলেছে রবিবার তারা মনোযোগ দিচ্ছে বিপুল সংখ্যক ডাকে পাঠানো ভোট, যারা আগে ভোট দিয়েছে সেই সব ভোট গণনায়। মঙ্গলবার আবার ভোট গণনা শুরু হবে। চুড়ান্ত ফলাফল জানার জন্য আরও কয়েকদিন সময় লাগবে।

শনিবারের নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার রক্ষণশীল ক্ষমতাসীন কোয়ালিশন এবং বিরোধীদের মধ্যে ভোট প্রায় সমান সমান । কোন পক্ষেরই হয়ত সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন থাকবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যলকম টার্নবুল রবিবার সকালে বলেছেন তিনি এ বিষয়ে আস্থাশীল যে তার কোয়ালিশন জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে এবং তিনি কোয়ালিশন সরকার গঠন করতে পারবে।

কিন্তু শনিবার রাতে বিরোধী নেতা বিল শর্টেন সমর্থকদের সঙ্গে কথা বলার সময় আশাবাদ ব্যাক্ত করেন।

তার দল সামান্য এগিয়ে আছে।

সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করার জন্য, ১৫০ আসনের প্রতিনিধি পরিষদে দলগুলোকে অন্তত ৭৬ (ছিয়াত্তর) টি আসন পেতে হবে ।

XS
SM
MD
LG