অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ বিমান সন্ধানে আরও সময় লাগবে : অস্ট্রেলিয়ো প্রধানমন্ত্রী


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট শনিবার বলেন যে পাঁচ সপ্তাহ আগে নিখোঁজ মালায়েশিয়ার যাত্রীবাহী জেট বিমানের অবস্থান চিহ্নিত করতে আরও সময় লাগবে।

তিনি সংবাদদাতাদের বলেন যে অনুসন্ধানের এলাকাটি এখন উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা হয়েছে তবে , স্থল এলাকা থেকে প্রায় হাজার মাইল দূরে ভারত মহাসাগরের পাঁচ কিলোমিটার গভীরে কিছু খুজেঁ বের করার চেষ্টা একটা বড় কাজ এবং এটি বেশ কিছুদিন ধরেই চলবে।

নিখোঁজ বিমানটি ব্ল্যাক ব্ক্স এর ডেটা সন্ধানের সময়ে শনিবার পানির তলা থেকে আর কোন নতুন সঙ্কেত পাওয়া যায়নি।

চীনে তাঁর সফরের শেষ দিন , শনিবার মি অ্যাবট বলেন যে এখন ও ব্যাপারে বড় রকমের আস্তা রয়েছে যে সঙ্কেত সন্ধানীরা , যে সব সঙ্কেত পেয়েছে তা ঐ মালায়েশিয়ান এয়ারলাইন্স থেকেই উদ্ভূত বলে মনে করা হচ্ছে।

এই সন্ধান কাজ কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারে অস্ট্রেলিয়ার এই নেতা , চীনা প্র্রেসিডেন্ট ঝি জিনপিংকে অবহিত করেন। ঐ ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই ছিলেন চীনা।
XS
SM
MD
LG