অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমা হামলায় বাগদাদে দু জন নিহত


ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ আজ বাগদাদে গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে জোর করে ধাক্কা লাগায় এবং এতে অন্তত দু জন নিহত এবং আরও অনেকে আহত হয়।

এই আক্রমণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি। এই হামলার অল্প আগেই ইরাকের সংসদের স্ফকিার বলেন যে সুন্নি মুসলমানদের মসজিদে শুক্রবারের আক্রমণের ব্যাপারে তদন্ত চলছে। ঐ হামলায় বহু লোক নিহত হয় এবং ধর্মীয় গোষ্ঠিগত দাঙ্গা বৃদ্ধি পায়।

বাগদাদে সংবাদদাতাদের সেলিম আল জাবৌরি বলেন যে, তাঁর কথায় এই ঘৃণ্য অপরাধ ও হত্যাযজ্ঞের জন্যে কারা দায়ী সেটা খুজে বের করার জন্যে তদন্তকারী দলকে দু দিন সময় দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং সুন্নিদের ধর্মীয় নেতারা, কট্টরপন্থি একটি শিয়া গোষ্ঠির সদস্যদের ঐ হামলার জন্যে দায়ী করেছেন তবে সরকারের কোন কোন সামরিক কমান্ডার বলছেন যে তারা এই হত্যাযজ্ঞের জন্যে ইসলামিক স্টেট জঙ্গিদের দায়ী করে।

XS
SM
MD
LG