অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরাইন পরিস্থিতি নিয়ে বাহরাইন প্রবাসী বাংলাদেশি হাবিবুর রহমান চৌধুরীর প্রতিক্রিয়া


An anti-government protester carrying water to throw on tear gas canisters fired by riot police, moves through a cemetery as gas billows behind him in the Shiite Muslim village of Jidhafs, Bahrain, on the outskirts of the capital of Manama, March 17, 2011
An anti-government protester carrying water to throw on tear gas canisters fired by riot police, moves through a cemetery as gas billows behind him in the Shiite Muslim village of Jidhafs, Bahrain, on the outskirts of the capital of Manama, March 17, 2011

সিলেটের অধিবাসি হবিবুর রহমন চৌধুরী ২৬ বছর যাবত বাস করছেন বাহরাইনে। কাজ করেন পরিবহন কোম্পানীতে। তিনি মনে করেন বাহরাইনের আন্দোলন মূলত, শাসকদের বিরূদ্ধে সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠীর বিদ্রোহ - তাঁরা সুন্নি শাসকদের মানতে চাইছেন না। দুই বাংলাদেশি কাজ থেকে ফেরার পথে আন্দোলনকারীদের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান বলে তাঁর বিশ্বাস। হাবিবুর রহমান চৌধুরী এবার বাড়ি গেলে, বাহরাইন ফেরার আগে চিন্তা করে দেখবেন ফেরা কতোখানি যুক্তিসংগত হবে - পরিস্থিতি খতিয়েই তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান। হাবিবুর রহমান চৌধুরী টেলিফোনে কথা বলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে।

XS
SM
MD
LG