অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী তিন বছরে ১৫ লাখ কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে দেশটির সঙ্গে  চুক্তি বাংলাদেশের


আগামী তিন বছরে সরকারি-বেসরকারি পর্যায়ে ১৫ লাখ কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে দেশটির সঙ্গে চুক্তি সাক্ষরের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার ঢাকায় মন্ত্রীসভার এক বৈঠকে ওই চুক্তির খসড়া অনুমোদন করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা আরও জানান, দুই দেশের সম্মতিতে আগামী এক মাসের মধ্যে চুক্তিটি সই হবে আশা করা হচ্ছে। অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আশানুরূপ ফল না পাওয়ায় এবার সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে কর্মী পাঠানো হবে।কর্মকর্তারা জানান বাংলাদেশের বড় অর্জন হল যেসব দেশে থেকে মালয়েশিয়া কর্মী নেবে তাতে বাংলাদেশকে তারা অন্তর্ভুক্ত করেছে। এর ফলে সেবা, উৎপাদন, নির্মাণ খাতে কর্মী পাঠানো যাবে বলে কর্মকর্তারা জানিয়ে বলেছে আগে এটা কৃষি শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই চুক্তির আওতায় কাজ নিয়ে মালয়েশিয়ায় যেতে মাথাপিছু ৩৪ থেকে ৩৭ হাজার টাকা খরচ হবে এবং এই টাকা নিয়োগকর্তাই বহন করবে। উল্লেখ্য, বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ছয় লক্ষ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG