অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন কমিটির ঠৈকে যোগ দেন


Burmese police officers are surrounded by a small group of pro-democracy students marching to commemorate the August 8,1988 uprising, Rangoon, August 8, 2013.
Burmese police officers are surrounded by a small group of pro-democracy students marching to commemorate the August 8,1988 uprising, Rangoon, August 8, 2013.

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যোগ দিয়ে তার দলের অবস্থান তুলে ধরেন এবং তত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিনে সীমিত করার পক্ষে মত দিয়ে বলেন যদি ঐ সময়ের মধ্যে তত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারে তাহলে নির্বাচন হতে হবে পূর্ববর্তী সরকারের অধীনে। এছাড়া প্রধান মন্ত্রী হাসিনা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। তবে তিনি বলেছেন দেশের সকল ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে নিজেদের ধর্ম পালন করতে পারেন তার নিশ্চয়তা বিধানের প্রস্তাব দেয়া হয়েছে।

অন্য দিকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বিশেষ কমিটি বৈঠকে না গেলেও, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুদ্দিন আলমগীর বলেছেন সংবিধান সংশোধনের ম্যানেডেট আওয়ামী লীগের নেই। এজন্যে পুনরায় নির্বাচন করতে হবে। ঢাকা থেকে আমীর খসরু বিস্তারিত জানিয়েছেন।

XS
SM
MD
LG