অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত


বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত

বাংলাদেশে পঞ্চদশ সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বিলুপ্ত করা হলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। ফলে আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে। বিরোধী দলের অনুপস্থিতিতে বৃহস্পতিবার সংসদে পাস হয় সংবিধান পঞ্চদশ সংশোধন আইন-২০১১। আওয়ামী লীগের আন্দোলনের মধ্য ১৯৯৬ সালের মার্চে ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর এ পদ্ধতি বাতিলের উদ্যোগ নেয় সরকার। তবে নতুন যে কোনো ফর্মুলা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার সুযোগ থাকার কথা সবরাবরই বলে আসছে সরকারি দল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনের পরও সংসদে বলেছেন, বিরোধী দল ন্যায্য কোনো প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে যোগ হওয়ার পর ওই বছরই সপ্তম, ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালে নবম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। আওয়ামী লীগের দাবিতে সংবিধানে তত্ত্বাবধায়ক এলেও তাদের উদ্যোগেই বিলুপ্ত হলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। আবার ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়কের চরম বিরোধী দলেও তারা এখন তত্ত্বাবধায়ক পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে।

XS
SM
MD
LG